নিজস্ব প্রতিনিধি : কলকাতা :- মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এ্যানাটমী ডিপার্টমেন্টে দুজন নিয়োগের ঘোষণা করে স্বাস্থ্য দপ্তর সেই নিয়ে প্রায় হাজারের কাছাকাছি বেকার যুবক যুবতীরা অ্যাপ্লিকেশন জমা দেয় এবং আজকে তার পরীক্ষার দিন ছিল কিন্তু চাকরি প্রার্থীরা এসে আজকের পরীক্ষা নেওয়া হবে না নোটিশ দেখে উত্তেজিত হয়ে যায় তারপরে চাকরির পদে আবেদনকারী যুবক-যুবতীরা বিক্ষোভ শুরু করে বেলঘড়িয়া থানার বিরাট পুলিশ বাহিনী আসে এবং বিক্ষোভ চলতে থাকে তাদের দাবি আজকেই পরীক্ষা নিতে হবে সাগর দত্ত হসপিটাল এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের আজ ওয়াক ইন ইন্টারভিউ ছিল। অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।আজ পরীক্ষা দিতে এসে বহু পরীক্ষার্থী ফিরে যেতে হয় ফলে হসপিটালের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ। পরীক্ষার্থীদের দাবি তারা বহু দুর দুর থেকে এখানে এসেছে কোনরকম ভাবে আগে তাদের জানানো হয়নি ফলে তারা ক্ষোভে ফেটে পড়ে হসপিটালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। অর্পি ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানার পুলিশ