নিজের ফ্ল্যাট দলকে দিয়ে দিলেন সিপিএম কর্মী, মানুষের সেবায় ব্যবহার করবে পিআরসি

বেঙ্গল ওয়াজ  প্রতিনিধি :  বাঁশদ্রোণীর এলাকার সিপিএমের পার্টি সদস্য ছায়া পালিত। দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিক মহিলা সমিতি ও সিপিএমের সঙ্গে যুক্ত তিনি। এই কোভিড পরিস্থিতিতে নিজের ফ্ল্যাট দলকে দিয়ে দিলেন ছায়াদেবী।

সিপিমের জনস্বাস্থ্য আন্দোলনের ফ্রন্টাল সংগঠন পিপলস রিলিফ সোসাইটির হাতে ফ্ল্যাট দান করলেন এই সিপিএম কর্মী। তাঁর স্বামী প্রয়াত বিমল পালিতের স্মৃতির উদ্দেশে ফ্ল্যাটটি দান করেন তিনি। সোমবার সিপিএমের চিকিৎসক নেতা ফুয়াদ হালিমের হাতে সমস্ত কাগজ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন ছায়া পালিত।

পর্যবেক্ষকদের মতে, কোভিড পরিস্থিতিতে যখন কোথাও রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ উঠছে, কোথাও উমফানের ত্রাণের টাকা লুঠের অভিযোগ উঠছে, তখন এ ঘটনা দৃষ্টান্ত বইকি। অনেকের মতে, এখানে সিপিএম প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক হল, মানুষের সেবায় একজন রাজনৈতিক তথা সমাজকর্মীর আত্মত্যাগ। সে তিনি যে দলই করুন।

তাঁদের আরও বক্তব্য, বর্তমান রাজনীতিতে দেখা যাচ্ছে মতাদর্শের প্রতি আনুগত্য ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে। তুলনায় সুবিধাবাদের রাজনীতির নমুনাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। সেদিক থেকেও এই ঘটনা নজিরবিহীন।

সিপিএমের অনেকের মতে, ছায়া পালিতের এই উদ্যোগ দলের কর্মীদের কাছেও শিক্ষার। বস্তুত, গত বেশ কয়েক বছর ধরেই সিপিএমের আন্দরে আত্মসমালোচনা চলছে এই নিয়ে যে, দলীয় সদস্যরা আয় লুকোয়। সিপিএমের পার্টি সদস্য হওয়ার অন্যতম শর্ত হল আয়ের একটি অংশ দলকে দিতে হবে। তার নির্দিষ্ট স্ল্যাব রয়েছে দলীয় গঠনতন্ত্রে। যাকে সিপিএমের অভিধান অনুযায়ী লেভি বলা হয়।

কিন্তু দেখা যাচ্ছে, দলের অনেকেই সদস্যদ নবীকরণের সময়ে প্রকৃত আয় জানাচ্ছেন না। পাছে বেশি লেভি দিতে হয়। তাঁদের কাছেও ছায়া পালিত দৃষ্টান্ত তৈরি করলেন বলে মত সিপিএম নেতাদের।