নিউটাউনের তারুলিয়া তে কল সেন্টারের নামে প্রতারণা চক্রের হদিশ

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : তারুলিয়াতে বাড়ি ভাড়া নিয়ে কল সেন্টার খুলে প্রতারণা ব্যবসা।টাওয়ার বসানোর নাম করে প্রতারণা করা হতো।প্রতারণার অভিযোগে ওই অফিস থেকে গ্রেফতার চার।গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ,নিউটাউন তারুলিয়াতে একটি বাড়ি ভাড়া নিয়ে একটি অফিস খুলেছে ।সেখানে প্রতিদিন অনেক মানুষ আসা যাওয়া করে।এবং তাদের কার্যকলাপ সন্দেহজনক।সেই খবর অনুযায়ী নিউটাউন থানার পুলিশ গতকাল ওই অফিসে হানা দেয়।গিয়ে জানতে পারে সেখানে কল সেন্টার খুলে বসে আছে বেশ কিছু যুবক।তাদের মধ্যে দুজন আসামের বাসিন্দা।সেখানে কি কাজ হয় জানতে চাইলে তারা সঠিক উত্তর দিতে না পারায় চার জনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে জানতে পারে।যে তারা ওই অফিসে বসে বিভিন্ন মানুষকে ফোন করে মোবাইলের টাওয়ার বসানোর প্রস্তাব দেয়।এবং বলে এই টাওয়ার বসলে দুজন কাজ পাবে।তারা মাইনে পাবে এবং মাসে তাদের একটা বড় এমাউন্ট ভাড়ার টাকা দেওয়া হবে ।তাতে তারা রাজি হয়ে গেলে তাদের কাছ থেকে জমির ডকুমেন্টস নিয়ে নিত।তাদের বিশ্বাস অর্জনের জন্য ভারত সরকারের টেলিকম বিভাগের একটি ফেক পারমিশন কাগজ পাঠাত।এর পর তাদের বলতো রেজিস্ট্রেশন এর জন্য আপনাকে টাকা দিতে হবে।সেই টাকার পরিমান মোটা অংকের।যারা এই টাকা দিত তারা আর এই কম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারতো না।এবং টাওয়ার ও বসত না।এই ভাবে তারা সাধারণ মানুষকে প্রতারণা করতো।এই অফিসে তল্লাশি চালিয়ে ল্যান্ড ফোন,মোবাইল ও বেশ কিছু ফেক নথি উদ্ধার হয়।