নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত। উত্তর 24 পরগনা জেলার হাবরা থানার উপনে এলাকার অর্ঘ্য সরকার (24) নামে এক 24 বছরের যুবক কে গ্রেপ্তার করলো হাবরা থানা পুলিশ। পুলিশ সূত্রে খবর হাবরা থানার রাঘবপুর এলাকার এক ষোল বছরের নাবালিকাকে নভেম্বর 3 তারিখ ফোন করে ডেকে নিয়ে বাড়ির পেছনের মাচায় ধর্ষণ করে অভিযুক্ত অর্ঘ্য সরকার। তারপর থেকেই একাধিক বার খুনের হুমকি দেয় নাবালিকাকে। এমনকি পরিবারের লোকেদের জানালেও মেরে ফেলবে এমনটাই অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে। গত 1 তারিখ ফের একবার ফোন করে ডাকে নাবালিকাকে, এরপর নাবালিকা তার পরিবারে কে সমস্ত ঘটনা জানায়।বুধবার হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর হাবড়া থানার পুলিশ অভিযুক্ত অর্ঘ্য সরকারকে বুধবার রাতেই তার বাড়ি থেকে গ্রেফতার করে।বৃহস্পতিবার 5 দিনের পুলিশি হেফাজতের বারাসত আদালতে পাঠানো হয় অভিযুক্ত অর্ঘ্য সরকারকে।