নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক তর্জা তুঙ্গে।

নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক তর্জা তুঙ্গে।

নাগরিকত্ব নিতে পাঁচ রাজ্যের আবেদন করতে নোটিস কেন্দ্রের। এই নিয়ে রাজনৈতিক তর্জা তুঙ্গে।ঠাকুরনগরে মতুয়া মহাসংঘে তৃণমূল বিজেপি নেতৃত্বের জোর চাপানউতোর। আশাবাদী শান্তনু ঠাকুর,বিরুদ্ধে সরব মমতাবালা ঠাকুর.. নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে নাম নেই বাংলার….পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের সংখ্যালঘু নাগরিকরা এ দেশে থাকার জন্য এই নোটিস অনুযায়ী আবেদন করতে পারবেন অনলাইনে । তবে এই আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন পাঁচ রাজ্য যথাক্রমে গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগ‌ড়ের সংখ্যালঘু নাগরিকরা। তাৎপর্যপূর্ণ ভাবে এই তালিকায় বাংলার নাম নেই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা অ-মুসলিম শরণার্থী– যথা হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বী– যাঁরা বর্তমানে গুজরাত, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা ও পঞ্জাব–এই পাঁচ রাজ্যের ১৩ জেলায় বসবাস করছেন, তাঁদের ভারতীয় নাগরিকত্বের আবেদন করার বিজ্ঞপ্তি শুক্রবার জারি করেছে কেন্দ্র। কিন্তু এই তালিকায় নেই পশ্চিমবঙ্গ।নাগরিকত্ব নিতে পাঁচ রাজ্যের আবেদন করতে নোটিস কেন্দ্রের। এই নিয়ে রাজনৈতিক তর্জা তুঙ্গে। এই নিয়ে বনগাঁর বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুরের দাবি পশ্চিমবঙ্গে আগামীতে চালু হবে বলে আশাবাদী আমরা। কটাক্ষ মমতার ঠাকুরের তিনিজানান এমুহুর্তে বাংলায় চালু করলে আন্দলনের সম্ভাবনা বুঝে চালু হয় নি ।আসামের পরিস্থিতি তৈরী করা হচ্ছে সর্বত্র, জানান তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুর।   

#bengaltv24x7.com#bengaltv live#News Channel#নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক তর্জা তুঙ্গে। #bengaltv24x7.com #8777608251 #www.bengalwatch.com #bengalwatch24x7@gmail.com