*নন্দীগ্রামে দাদার সৈনিক পোস্টার ছিঁড়ে ফেলা অন্যদিকে আমরা দিদির সৈনিক পোস্টার পড়ল* নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : নন্দীগ্রামে একদিকে দাদার অনুগামী শুভেন্দু অধিকারী’র পোস্টার ছেঁড়া হয়েছে। আবার একদিকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আমরা দিদির সৈনিক নামে পোস্টার পড়লো। যা নিয়ে একপ্রকার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমরা দাদার সৈনিকের বিরুদ্ধে আমরা দিদির সৈনিক নামে এক পোস্টার পড়ল নন্দীগ্রামে। পাশাপাশি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা চরমে, কে বা কারা শুভেন্দুর ব্যানার ছিঁড়ে ফেলে তা নিয়ে চরম সমস্যার মধ্যে শুভেন্দু অনুগামীরা। তবে রামনগরে ১৯ নভেম্বর শুভেন্দু অধিকারীর মেগা-শো রয়েছে, যেখানে অরাজনৈতিক ভাবে সভা করবেন বলে জানা গিয়েছে কিন্তু রাজনৈতিক বক্তব্য রাখতেএ পারেন বলে মনে করছেন অনেকে। সে ক্ষেত্রে পটাশপুর -২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অপরেশ সাঁতরাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন রামনগরে ২১ শে নভেম্বর বিজেপির যোগদান মেলায় যে দশ হাজার মানুষ যোগদান করছে বলে শুনেছি তাঁরা সিপিএম, কংগ্রেসের লোকজন যাঁরা কোথাও যাওয়ার কোনো যায়গা পাচ্ছে না তাঁরাই বিজেপিতে যোগ দেবে ,তৃণমূল কংগ্রেসের কেউ যোগ দিচ্ছে না।