নিজস্ব প্রতিনিধি : নদীয়া জেলার চাকদায় বিজেপির মহামিছিল অনুষ্ঠিত হয় এবং তার পর জনসভা হয়। এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,যুব নেতা সৌমিত্র খাঁ, জয়প্রকাশ মজুমদার সহ একাধিক নেতৃত্ব। প্রসঙ্গত আগামী ২১শে বিধান সভা নির্বাচন কে পাখির চোখ করেই বিভিন্ন রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে। আজ বিজেপির এই সভা মঞ্চ থেকে কার্যত রাজ্য সরকারের সমালোচনা মুখর ছিল বিজেপির নেতৃত্ব আগামী বিধান সভা নির্বাচনে তারাই ক্ষমতায় আসবে বলেই দাবি করেন পাশাপাশি আজকের এই সভায় জনজোয়ার লক্ষ্য করা গেছে। প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিত ছিল।