নদীয়ার গয়েশপুরে আইসক্রিম কারখানা গেটের সামনে শ্রমিক বিক্ষোভ।।

মলয় দে নদীয়া :-নদীয়ার গয়েশপুরে আইসক্রিম কারখানার গেটে শ্রমিকদের বিক্ষোভ।বেশকিছুক্ষন ধরে চলে এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা জানান যে ৪৫দিন হতে চলেছে তারা বেতন পাচ্ছে না। ১৮মাসের পি এফ কাটলেও টা জমা পড়েনি। বর্তমানে তাদের কাজ দিচ্ছে না এছাড়াও আরও বিভিন্ন দাবিতে এই বিক্ষোভ। প্রায় ২৫ জন কাজ করে এই কারখানায়।তবে এবিষয়ে কারিখানার মালিক কতৃপক্ষের সাথে কথা বলা যায় নি।