নতুন গানের শুভ কামনায় পুজো দিলেন বিধায়ক মদন মিত্র।।
অক্ষয় তৃতীয়ার দিন দক্ষিনেশ্বর মন্দিরে দলের মঙ্গল কামনা করে ও আগামী পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে তার নতুন গানের শুভ কামনায় পুজো দিলেন বিধায়ক মদন মিত্র। এদিন তিনি বলেন, পুজো দেওয়ার পর জোড়া ফুল পেয়েছেন তিনি। তাতে কোন পদ্মফুল তিনি পাননি। এতেই প্রমাণিত পদ্ম কেউ চায় না। অনুব্রত কে নিয়ে জানান সিবিআই ডাকলে অনুব্রত অসুস্থ হয় আবার অনুব্রত যখন অসুস্থ থাকে তখনই সিবিআই তাকে ডেকে পাঠায়। আমিও এ সিবিআই তে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম বর্ধমানে বাস দুর্ঘটনা নিয়ে জানান এটা দেখা উচিৎ তুমি কাগজ না থাকে তাহলে পরিবহন দপ্তরের এটা দেখা উচিৎ।
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK… Facebook:- https://www.facebook.com/jagat.chakra… Page:- https://www.facebook.com/Bengal-TV24X… Website:- www.bengaltv24x7.com Mob:- 8777608251