নিজস্ব প্রতিনিধি : শিলিগুড়ি :- শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের দেশবন্ধু পাড়া থেকে আহত অবস্থায় উদ্ধার হল হরিণ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন আচমকাই হরিণটি লোকালয়ে ঢুকে পড়ে। এরপর হরিনটি লোকালয়ে দাপিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন বনদপ্তরকে। অপরদিকে হরিণটি কে দেখতে ভীড় জমান স্থানীয়রা। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টুকুরিয়াঝাড় বনবিভাগের কর্মীরা। এরপর বনবিভাগের কর্মীরা আহত হরিণকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া আহত হরিণটিকে প্রাথমিক চিকিৎসার পর বেঙ্গল সাফারিতে পাঠানো হবে। তবে কোথা থেকে লোকালয়ে হরিণটি এলে তা খতিয়ে দেখছেন বনদপ্তর।