
বেঙ্গল ওয়াজ প্রতিনিধি : দুর্গাপূজা কমিটিগুলোকে 50 হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পূজা সংক্রান্ত একটি আলোচনা সভায় এই ঘোষণা করেন ।তিনি মুখ্যমন্ত্রী বলেছেন , আমাদের টাকা-পয়সার প্রবলেম আছে ঠিকই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কমিটি গুলিকে এই করোনা আবহে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত । এবার পূজা কমিটি গুলি খুব প্রবলেমে আছে ,তাই আমাদের সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া । এটা দান নয়, ভালোবাসা । এবার রাজ্য সরকার 50 হাজার টাকা করে দেবে প্রত্যেক পুজো কমিটি গুলোকে । 10000 টাকা করে দেওয়া হয়েছিল 2018 সালে , 2019 সালে তা বাড়িয়ে 25 হাজার টাকা করা হয় সেইসঙ্গে বিদ্যুৎ বিলের 25% ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্ত এবারের ঘোষণা অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে ।
বাম পরিষদীয় দলনেতা ড: সুজন চক্রবর্তী বলেছেন , এই টাকা পুজো বা উৎসবের জন্য দেওয়া হয়নি, দেওয়া হয়েছে ভোটের আগে সততার প্রতীক লিখে প্রচার করার জন্য, পুজোর কমিটিগুলোকে দাদন দেওয়া হয়েছে। এমন করো না ভাইরাসের সংক্রমনের আবহে এভাবে অর্থ দেওয়াকে সাধারণ মানুষ ভালো চোখে দেখবে না। অনেক পুজো অল্প সামর্থ্য এ ছোট করে হয় কিন্তু বড় পুজো কমিটিগুলোকে এই পরিমাণ অর্থ দেওয়ার মানে তেলের মাথায় তেল দেওয়া। এই বছর পুজো কমিটি গুলিকে এই টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ হবে 140 কোটি টাকা ।