দুবাইয়ের গরম থেকে বাঁচতে সুইমিং পুলে কোহলিরা

ৰেঙ্গলওয়াজ ব্যুরো : দুবাইয়ে আইপিএলের মঞ্চে অত্যাধিক গরম, সেই কারণে তা থেকে বাঁচতে বিরাট কোহলির দল সুইমিং পুলে বেশি সময় কাটাচ্ছে। দলের আরও এক তারকা এবি ডি’ভিলিয়ার্সও বলেছেন, ‘‘আমাদের সকল ক্রিকেটারদের কাছে চরম চ্যালেঞ্জ ডেকে আনবে এই অসহ্য গরম। তাই আমাদের সকলের কাছে এটি বিশেষ চিন্তার।’’

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের তারকা এও বলছেন, ‘‘আমি এরকম গরম দেখেনি। ভারতে একবার চেন্নাইতে, যে টেস্টে বীরেন্দ্র সেওয়াগ আমাদের বিপক্ষে ৩০০ রান করেছিল, সেই ম্যাচে এরকম গরম ছিল। তাই দুবাইয়ের গরম সহ্য করা যাচ্ছে না।’’ তাই পুরো আরসিবি দল দুপুরের পর থেকে পুল সেশনে সময় কাটিয়েছে। আমিরশাহির গরম থেকে রেহাই পেতে সতীর্থদের সঙ্গে স্যুইমিং পুলে ছিলেন অধিনায়ক। ইন্সটাগ্রামে সেই ছবিও তিনি পোস্ট করেছেন। ছিলেন পবন নেগি ও গুরকিরাত সিং মানরাও। পুলের জলে ভলিবল খেলা, রে-ক্লিনারে শুয়ে আনন্দও করেছেন বিরাটরা।

মরুভূমির ৪৫ ডিগ্রিতে ক্রিকেট খেলা সত্যিই চ্যালেঞ্জের, মানছেন দলের ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি আইপিএলে রয়েছে বহু বিদেশি ক্রিকেটাররাও। যাঁদের মধ্যে অধিকাংশই শীত প্রধান দেশের বাসিন্দা তাঁরা। অন্যদিকে আমির শাহির গরমের জন্য বাইশ গজ সাধারণত রুক্ষ হয়। ফলে পেসারদের ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক হবে না।

আগামী ২১ সেপ্টেম্বর অভিযান শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চরমে। তারই ফাঁকে খোশ মেজাজেও সময় কাটছে আরসিবি ক্রিকেটারদের। গত সোমবার দলের ক্রিকেটারদের সঙ্গে গান গেয়েছিলেন কোহলি। সেই ছবি আবার ফাস্ট বোলার নভদীপ সাইনি পোস্ট করেছেন ট্যুইটারে। ছবিতে মাইক হাতে দাঁড়িয়ে রয়েছেন নভদীপ। তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন অধিনায়ক বিরাট। অন্য একটি মাইক রয়েছে তাঁর হাতে।

এবারের আইপিএলে তাঁর দল ভাল কিছু করবে বলেও আশাবাদী আরসিবি অধিনায়ক কোহলি। বলেছেন, ‘‘করোনা ভাইরাসের জেরে পাঁচ মাসের জড়তা কাটিয়ে ফিটনেসের দিক থেকে তিনি দুর্দান্ত জায়গায় রয়েছেন। দলের বাকি ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’’