নিজস্ব প্রতিনিধি :- বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। আর প্রতিটি দল তাদের নির্বাচনী প্রচারে ব্যস্ত। পাশাপাশি রাজ্যে দল বদলের পালা দিনের পর দিন চলছে। ঠিক এই সময়ে বীরভূম জেলার দুবরাজপুর শহরে তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা গেল। আজ দুবরাজপুর মাদৃক সংঘ ময়দানে তৃণমূল কংগ্রেস দল ছেড়ে দুবরাজপুর পৌরসভার দুই প্রাক্তন কাউন্সিলর সত্যপ্রকাশ তেওয়ারি ওরফে মুন্না তেওয়ারি ও ভুতনাথ মণ্ডল। পাশাপাশি দুবরাজপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড থেকে 350 টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিজেপির প্রার্থী অনুপ সাহা, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, দুবরাজপুর শহর সভাপতি সন্দীপ আগরওয়াল সহ অন্যান্যরা।