দুঃসাহসিক ডাকাতি অসম-বহরমপুর বাসে, ফাঁকা জায়গায় বাস চালিয়ে নিয়ে গিয়ে সর্বস্ব লুঠ যাত্রীদের

  ৰেঙ্গলওয়াজ ব্যুরো:  অসম থেকে বহরমপুরগামী একটি বাসে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ বাসটি ধূপগুড়ির কাছে এলে যাত্রী সেজে বাসে ওঠে দুষ্কৃতীরা। এর পরে ওই বাসটি ময়নাগুড়িতে জলঢাকা ব্রিজের কাছে এলে স্বমূর্তি ধরে ডাকাতদল।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের মাথায় রিভলভার ঠেকিয়ে চালককে আসন থেকে সরিয়ে দেয় ওই ডাকাতরা। তার পরে তারা নিজেরাই বাসটিকে চালিয়ে চলে আসে একটা ফাঁকা জায়গায়। মারধর করে যাত্রীদের সর্বস্ব লুঠ করে পালিয়ে যায় তারা।

ঘটনার পরে ময়নাগুড়ি থানায় অভিযোগ জানিয়েছেন বাস চালক ও যাত্রীরা।