নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : দীর্ঘ সাত মাসেরও বেশি সময় পর আনলক পাঁচ পর্বে সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে রেল মন্ত্রক ও রাজ্য সরকারের আলোচনায় অবশেষে আগামী বুধবার ট্রেন চলাচল শুরু হতে চলেছে। সেই অনুযায়ী শিয়ালদহ মেন শাখার বিভিন্ন স্স্টেশনের পাশাপাশি নৈহাটি জংশন স্টেশন পরিদর্শন করলেন শিয়ালদহ DRM শৈলেন্দ্রপ্রতাপ সিং। গোটা প্ল্যাটফর্ম ঘুরে ঘুরে জাতীয় নিরাপত্তা বিভিন্ন দিক গুলি খতিয়ে দেখেন তিনি।