দীঘা গামী প্রাইভেট গাড়িতে হঠাৎ আগুন

নিজস্ব প্রতিনিধি : নলহাটি কয়থা মোরে ১৪ নং জাতীয় সড়কে একটি গ্যাসের ট্যাংকার উলটে জখম হল চালক ও খালাসি। তাদের কে নলহাটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে এদিন বিকেলের দিকে একটি পাথর বোঝায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে গ্যাসের ট্যাংকার টি উল্টে গিয়ে জমির মধ্যে পরে যায়।কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য ঘটনা স্থলে একটি দমকলের ইঞ্জিন যায়। ট্যাংকার উদ্ধার করার কাজ চলছে।