দায়িত্বভার নেওয়ার পরে মহিষাদল কলেজে নতুন উপাচার্য

*নতুন উপাচার্য পদে দায়িত্ব নেওয়ার পর মহিষাদল কলেজ পরিদর্শন*

নিজস্ব সংবাদদাতা ,বেঙ্গল ওয়াজ:  আগামীকাল বিকাশ ভবন থেকে নতুন উপাচার্য পদে দায়িত্ব নেওয়ার পরে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয পরিদর্শন এবং কাজকর্ম খতিয়ে দেখতে এলেন অধ্যাপক উপাচার্য সুব্রত কুমার দে। পরিদর্শনে আসা নতুন অধ্যাপক উপাচার্যকে সংবর্ধিত করা হয় মহিষাদল কলেজ কর্তৃপক্ষ থেকে। তাঁরপর বেশ কিছু সময় ধরে নব উপাচার্যের সাথে বৈঠক করেন মহিষাদল কলেজের অন্যান্য অধ্যাপকেরা। কলেজের প্রতিষ্ঠাতা কুমার দেবপ্রসাদ মহাশয় এবং মহাত্মা গান্ধীজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন, তাঁর পাশাপাশি ঘুরে ঘুরে কলেজের পরিকাঠামো পরিদর্শন করেন তিনি।পরে কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের সাথে বৈঠক করেন তিনি।