দমদম নাগেরবাজার মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার।
দমদম নাগেরবাজার থানা এলাকার রামগড় কলোনি এলাকায় মাস দেড়েক আগে ভাড়া এসেছিলেন বছর ২১-এর মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদার। বুধবার সন্ধ্যায় মডেলের ঝুলন্ত উদ্ধার করে নাগেরবাজার থানার পুলিশ। মৃতদেহ ইতিমধ্যেই পুলিশ ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠিয়েছে। কি কারণে উঠতি মডেল অভিনেত্রী আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখছে পুলিশ। প্রেম প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হলেন না কি পেশাগত কারণে মডেল অভিনেত্রী আত্মঘাতী হয়েছেন তার তদন্তে নাগেরবাজার থানার পুলিশ।
#Nagerbazar #dumdum #নাগেরবাজার #দমদম
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK… Facebook:- https://www.facebook.com/jagat.chakra…
Page:- https://www.facebook.com/Bengal-TV24X…
Website:- www.bengaltv24x7.com
Mob:- 8777608251