নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ: আত্মাধ্যিক ও মহাপুরুষদের জন্মভূমি বাংলায় যেভাবে তুষ্টি করণের রাজনীতী চলছে তার বিরুদ্ধে বাংলার সব মানুষের একসাথে গর্জে ওঠা উচিত । মায়ের কাছে বাংলা ও ভারতের নাগরিকদের সুস্থতা কামনা করার পাশাপাশি মোদীর নেতৃত্বে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করে সেই প্রার্থনা করেন। আজ দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে বেড়িয়ে, সাংবাদিকদের একথা বলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রি অমিত শাহ। এদিন মোট ১৭ মিনিট ছিলেন মন্দিরে। তার সঙ্গে উপস্থিত ছিলেন, বিজেপি নেতা রাহুল সিনহা, কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী কৈলাশ বিজয় বর্গীয়, বিজেপি নেত্রী, অগ্নি মিত্রা পল, দিলীপ ঘোষ, মুকুল রায় সহ রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতারা।