নিজস্ব প্রতিনিধি :- নির্বাচনী প্রচারে হাবড়া পৌরসভার 12নং ওয়ার্ডে আক্রামপুর স্কুল ময়দানে তৃণমূল নেতা মদন মিত্র,দেবাংষু ভট্টাচার্য জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও একাধীক নেতৃত্ব। এদিনের মঞ্চ থেকে মদন মিত্র আওয়াজ তোলেন খেলা হবে।বিজেপির নেতারা যেখানে মশলা অর্ডার দিয়েছে আমারাও সেখানেই অর্ডার দিয়েছি। তোমাদের মাল থেকে খালি ধোঁয়া বের হবে।