তৃতীয় লিঙ্গদের প্রধানকে গুলি করে খুন নিমতায়
তৃতীয় লিঙ্গদের প্রধানকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিমতা থানার উত্তর দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ছোটফিঙ্গার সাবিত্রী পল্লীতে। মৃতার নাম সুমনা ধর। ওখানে বসবাসকারী তৃতীয় লিঙ্গদের মধ্যে সুমনা প্রধান ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় সুমনাকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। অভিযোগ উঠেছে, বাইকে চেপে দুষ্কৃতীরা এসে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। তার শরীরে তিনটি গুলি লাগে। তবে কি কারনে সুমনাকে গুলি করা হল, তা নিয়ে ধোঁয়াশায় স্থানীয়রা। এখন সুমনার সঙ্গীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার তদন্তে নিমতা থানার পুলিশ।
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK…
Facebook:- https://www.facebook.com/jagat.chakra…
Page:- https://www.facebook.com/Bengal-TV24X…
Website:- www.bengaltv24x7.com
Mob:- 8777608251