তৃণমূলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বাগদায় বিজেপির বাইক রেলি রাজ্যে তৃণমূলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আর নয় অন্যায় এর ব্যানারে উত্তর ২৪ পরগনার বাগদায় বিজেপি পক্ষ থেকে শুক্রবার একটি বাইক র্যালি করে। শতাধিক বাইক নিয়ে এদিন বাগদার গোবরাপুর খেলার মাঠ থেকে র্যালি শুরু হয়। এই র্যালি সমগ্র বাগদা বিধানসভা প্রদক্ষিণ করবে। পরবর্তীতে বাগদা সিন্দ্রানি হয়ে নাটাবেড়িয়া একটি পথসভা করে মিছিল শেষ হবে। বিজেপি দাবি, তৃণমূল সরকার আম্ফান থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি করছে। এমনকি সরকারি আধিকারিকদের তাদের শিক্ষাগত যোগ্যতার সম্মান না করে সরকারি আধিকারিকদের মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে গিয়ে তৃণমূলের ভোট প্রচার করাচ্ছে।