নিজস্ব প্রতিনিধি : তৃণমূলের বঙ্গ ধনী মিছিলে এক বিএসএফ এ কর্মরত যুবককে মারধরের ঘটনা ঘটেছে কান্দি শহরে । কান্দি থানা থেকে ঢিল ছোড়া দূরত্ব সন্তোষীমা মন্দিরের সামনে । এই ঘটনাটি ঘটে গতকাল বিকেল নাগাদ । ঘটনার পর ওই বি এস এফ জবান কান্দি মহকুমা হসপিটাল, ভর্তির জন্য গেলে তাকে স্থানান্তরিত করা হয় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই জবান । ঘটনার পর কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে কান্দি থানা এই বিষয়টি খতিয়ে দেখছে । জয়ান ও তার পরিবারের পক্ষ থেকে ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছেন ।