তৃণমূলের পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ কাঁচরাপাড়ায়

কাঁচরাপাড়া নাগদা পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হলো পুকুরে অভিযোগের তীর বিজেপির দিকে                                                                                   নিজস্ব প্রতিনিধি: গতকাল গভীর রাতে কাঁচরাপাড়া পলাশী মাঝিপাড়া নাগদা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন এলাকার তৃণমূল কংগ্রেস নেতা বিনয় দত্ত। তিনি আরো বলেন যেভাবে গতকাল রাতে পোস্টার সেরা থেকে শুরু করে আমাদের একজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারধর করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস চালানোর সৃষ্টি করছে। অপরদিকে বিজেপি নেতা সুজিত দেবনাথ এই ঘটনা ভিত্তিহীন তৃণমূল কংগ্রেসের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের চাপা দেওয়ার চেষ্টা করছে তাই বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। যেভাবে দুর্নীতি করে চলেছে শাসকদল নিজেদের পায়ে মাটি হারাতে বসে এরকম মিথ্যা অপবাদ লাগাচ্ছে বিজেপি দিকে।