*তৃণমূলকে গঙ্গা জল দিয়ে শুদ্ধী করন করতে হবে কটাক্ষ প্রবীর ঘোষালের*

নিজস্ব প্রতিনিধি : কলকাতা :- তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল বিজেপিতে যোগদান করেই তৃণমূল কে কটাক্ষ। এখন তৃণমূলের যা অবস্থা তাঁদেরকেই গঙ্গা জল দিয়ে শুদ্ধী করন করাউচিত। আর আর ইভিএম মেশিন খুললে বুঝতে পারবে মানুষ কাকে শুদ্ধী করেছে। সবে বিজেপিতে যোগদান করেছি তবে বিজেপি যে সম্মান দিয়েছে শুধু আপ্লুত নয় অভিভূত। প্রবীর ঘোষাল বলেন দেশের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শা তিনি নিজে সম্মান দিয়েছেন তাদের তা কোন দিন ভূলবো না। পাশাপাশি প্রবীর ঘোষালের বিরুদ্ধে উত্তরপাড়া ও কোন্নগরে তৃণমূলের মিছিল বের হয় যেখানে প্রবীর ঘোষালের কুশপুতুল পোরান হয়। সে ক্ষেত্রে প্রবীর ঘোষাল বলেন এগুলো কুরূচি কর মানুষ এর জবাব ইভিএম এ দেবে। অন্য দিকে দিল্লি থেকে ফিরে হাওড়ায় বিজেপির জনসভায় যোগ দিয়ে কোন্নগরে বাড়ি ফিরলে তাকে সংবর্ধনা জানায় বিজেপির পক্ষ থেকে।