অমল চ্যাটাজী, হুগলী :- আজ হুগলি জেলায় সপ্তগ্রাম বিধানসভা বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয় উন্নয়নের পথে হেঁটে সাধারণ মানুষের মন জয় করলেন। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় ও সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয় বাঁশবেড়িয়া পৌরসভা হংসেশ্বরী গেস্ট হাউসে 59 টি পরিবারকে রাজ্য সরকারের দেওয়া জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের চেক প্রধান করলেন।শুধু তাই নয় এরই সঙ্গে বিধায়ক তহবিল অর্থানুকূল্যে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স, রাজ্য সরকারের দেওয়া 4 টি ট্রাক্টর উদ্বোধন করলেন । এছাড়াও সপ্তগ্রাম বিধানসভা এলাকা বৃহন্নলাদের সাতাশটি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভা পৌর প্রশাসক আদিত্য নিয়োগী মহাশয় এবং সমস্ত পৌর প্রশাসক মন্ডলীর সদস্যগন।