তদন্তে নেমে পুলিশের হাতে চাঞ্চল কর তথ্য ১. ত্রিকোণ প্রেমের জেরেই খুন ২. দশমীর দিন অয়নের বান্ধবীর বাড়িতে তুমুল বচসা ৩. সম্পর্ক জেনে যায় বান্ধবীর ভাই। তারপরেই রাগের বহিরপ্রকাশ ৪.অয়নের মাথায় প্রথমে ইট দিয়ে আঘাত করে বান্ধবীর ভাই ৫.পরে লোহার রোড ও বাস দিয়ে মারধর ৭.ঘরেই পিটিয়ে খুন তারপর গড়ি নিয়ে দেহ ফেলে আসা হয় হারিদেব পুরে যুবকের রহস্য মৃত্যু ঘটনায় এই মুহূর্তে মোট গ্রেফতার বান্ধবী, বান্ধবীর মা, বান্ধবীর বাবা, বান্ধবীর ভাই, বান্ধবীর ভাইয়ের বন্ধু ও গাড়ির চালক অয়ন মন্ডলের বান্ধবী বাড়িতেই অয়ন মন্ডলকে পিটিয়ে মারা হয় এবং তারপরে দেহ লোপাট এর জন্য গাড়ি করে দেহ ফেলে দিয়ে আসা হয়, মগরাহাটে দশমীর দিনই খুন করা হয় অয়ন মণ্ডল কে এবং তারপর একাদশীর দিন অয়ন মন্ডলের বান্ধবী অয়েল মন্ডলের বাড়িতে এসে বলেন তিনি অন্তঃসত্তা। তাই পরিবারের অভিযোগ দশমীর দিন খুন করে এই পন্থা অবলম্বন করছিলেন গোটা পরিবার। অন্তঃস্তা যদি তিনি হনি তাহলে আগে কেন বললেন না। পরিবারের দাবি টেস্ট করানো হোক তাহলে সবকিছুই প্রমাণিত হবে। ।