
নিজস্ব প্রতিনিধি : আজ রাজনীতির সবচেয়ে বড় খবর প্রাক্তন মন্ত্রী তৃণমূল এর শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান। আর এতেই তৃণমূলের বেশ কিছু নেতার বিভিন্ন মন্তব্য করেছেন। তাদের মধ্যে প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র এর ডিজে নাচ সেলিব্রেশন একটা অন্য মাত্রা এনে দিয়েছে ।
আজ সাংবাদিক বৈঠকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী চলে যাওয়ায় দলের কোন প্রকার ক্ষতি হবে না। বরঞ্চ নিজেই নিজের ক্ষতি করলেন ।
এদিন মদন মিত্র বলেন, আজ খুবই আনন্দের দিন আজ আমরা ভাইরাস মুক্ত হলাম । এ ব্যাপারে আজ সন্ধ্যে এর সময় সেলিব্রেশন হবে । আর সন্ধ্যেতে ডিজে বাজিয়ে নাচের সাথে সেলিব্রেশন হলো কামারহাটি তে। আর এই সেলিব্রেশনের উদ্যোক্তা প্রাক্তন পরিবহণমন্ত্রী ও তৃণমূল নেতা মদন মিত্র । আর এর কারণ হিসেবে তিনি বলেন শুভেন্দু অধিকারীর বিজেপির যোগ । দল ভাইরাস মুক্ত হল ও দুর্নীতিমুক্ত হল। তিনি আরো বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে।
শুভেন্দু অধিকারী র বিজেপি তে যোগদান করার তৃণমূলের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে । বলা হয়েছে সাড়ে ন বৎসর ক্ষমতা ভোগ করার পর মনে হল তৃণমূল দলটি খারাপ। শুভেন্দু কে বিশ্বাসঘাতক বলেও বেশকিছু তৃণমূল নেতৃত্ব কটাক্ষ করেছেন ।
সাংসদ সৌগত রায় জানিয়েছেন যে শুভেন্দু চলে যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না । তিনি দাবি করেন শুভেন্দু চলে যাওয়ার গ্যাপ দল পূর্ণ করে ফেলবে । তিনি আরো জানান শুভেন্দু চলে যাওয়ায় দলের উপর তার কোনো প্রভাব পরবেনা । তবে শুভেন্দুকে জিতে প্রমাণ করতে হবে যেখানে তার বিধানসভা। তার বিধানসভায় প্রায় 40 শতাংশ মুসলিম ভোটার । আমার মনে হয় তারা কেউ শুভেন্দু কে ভোট দেবে না ।
অন্যদিকে ফিরহাদ হাকিম বলেন যারা চলে যাচ্ছেন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন । তাই তারা চলে গেলে দলের কোনো ক্ষতি হবে না । তিনি আরো বলেন ব্যারাকপুর এর বিধায়ক শীলভদ্র দত্ত কোন কাজে আসে না । তাই এরকম লোক একজন চলে গেলে দলের কিছু ক্ষতি হবে না ।