টোটো করে কাজ করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পরেন দুজন যৌনকর্মী

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ: টোটো তে করে কাজে যাওয়ার সময় রাস্তায় দুর্ঘটনার কবলে 2 মহিলা যৌনকর্মী ,সাংসদের তত্ত্বাবধানে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল ওই দুই মহিলা যৌনকর্মী কে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর থানার 34 নম্বর জাতীয় সড়কের বাইপাশ দিয়ে গতকাল রাতে দুই মহিলা একটি টোটোই করে কাজে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি 10 চাকার লরি সরাসরি ওই টোটো তে ধাক্কা। তৎক্ষণাৎ ফটোসহ রাস্তার পাশের একটি খাদে ছিটকে পড়ে যায় ওই দুই মহিলা। আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। ছুটে এসে দেখে পাশের একটি গর্তে আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছে ওই দুই মহিলা। ঠিক সেই সময় দলের একটি মিটিং করে বাড়িতে ফিরছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার।চিৎকার চেঁচামেচি শুনে তিনি গাড়ি থামিয়ে দেখেন ওই দুই মহিলা আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছে। এর পরই তড়িঘড়ি সাংসদের তত্ত্বাবধানে ওই দুই মহিলাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে আহত দুই মহিলার। এ বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দেখি অনেকে ভিড় জমিয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করতেই দেখি দুই মহিলা আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছে। তাই আমার নৈতিক দায়িত্ব ছিল তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার। কারণ স্থানীয় বাসিন্দারা সাহস পাচ্ছিলেন না তাকে উদ্ধার করে নিয়ে যেতে। যদি পুলিশের প্রশ্নের মুখে পড়তে হয়। সেই কারণে আমি তাদের উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে এসেছি।