
টানা পাঁচদিন ধরে চিনের মূল ভূখণ্ডে দেশে বসবাসকারীদের মধ্যে থেকে নতুন করে কারও শরীরে সংক্রমণ ছড়ায়নি বলে দাবি করা হচ্ছে৷

নতুন করে করোনা আক্রান্তের খবর মিলছে না৷ এই পরিস্থিতিতে মাস্ক না পরেই বাইরে বেরনোর ক্ষেত্রে ছাড়পত্র দিল বেজিংয়ের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ৷
বেজিং-এ করোনা সংক্রমণ বেশ কিছুদিন ধরেই নিয়ন্ত্রণে চলে এসেছে৷ ফলে জনজীবন স্বাভাবিক করতে ধীরে ধীরে অনেক বিধিনিষেধই শিথিল করা হচ্ছিল৷ জানা গিয়েছে, গত ১৩ দিনে বেজিংয়ে ন
বেজিং-এ করোনা সংক্রমণ বেশ কিছুদিন ধরেই নিয়ন্ত্রণে চলে এসেছে৷ ফলে জনজীবন স্বাভাবিক করতে ধীরে ধীরে অনেক বিধিনিষেধই শিথিল করা হচ্ছিল৷ জানা গিয়েছে, গত ১৩ দিনে বেজিংয়েS
দু’ দফায় লকডাউনের পর চিনের রাজধানী শহরে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক৷ এই নিয়ে দ্বিতীয় বার মাস্ক পরা নিয়ে নিয়মের কড়াকড়ি শিথিল করল কর্তৃপক্ষ৷
এপ্রিলের শেষ দিকেও সংক্রমণের হার কমে আসার পর বেজিংয়ে মাস্ক পরা নিয়ে নিয়ম শিথিল হয়েছিল৷ কিন্তু জুন মাসের শুরুতেই শহরের দক্ষিণ অংশে একটি পাইকারি বাজারে নতুন করে সংক্রমণ ছড়ানোর পর ফের মাস্ক পরা নিয়ে কড়াকড়ি হয়৷