টয়েটো প্রাইভেট গাড়ির ধাক্কায় কল্যাণী ব্যারাকপুর হাইওয়েতে 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : আজ কল্যাণী হাইরোডে সন্ধ্যাবেলায় অন্ধ স্কুলের কাছে কাঁচরাপাড়া থেকে নৈহাটি আসার পথে WB-20H-6906 টয়োটা প্রাইভেট গাড়ির ধাক্কায় কাঁচরাপাড়া কাঁপার বাসিন্দা বাইক আরোহী প্রীতম সেনগুপ্ত ও তার বন্ধু ডানকুনির নিবাসী সৌমেন সেনগুপ্ত ঘটনাস্থলে জখম হন। ব্যারাকপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জখম দুই ব্যক্তিদের নৈহাটি মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে দুইজনকেই মৃত বলে ঘোষণা করে কল্যাণী J.N.M হাসপাতালে পাঠানো হয়। নৈহাটি থানা এই দুর্ঘটনার তদন্ত করছে বলে জানা যায়।