
নিজস্ব প্রতিনিধি : এবার জেল থেকেই সুদীপ্ত সেন চিঠি দিলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে । সূত্রের খবর ওই চিঠিতে বিভিন্ন রাজনৈতিক দলের 6 জন প্রভাবশালীর নাম আছে । যারা বিভিন্ন সময়ে সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নিয়েছেন। দিন কয়েক আগে সিবিআইয়ের হাতে আসা অডিও ক্লিপ থেকে জানা যায় একাধিক ব্যক্তি কণ্ঠস্বর । ভোটের আগে রাজ্য রাজনীতিতে তোলপাড় হতে চলেছে সারদা কাণ্ড ।
এই অডিও ক্লিপ ও সুদীপ্ত সেনের চিঠি নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । সিবিআই চাইছে দেবজানি ও সুদীপ্ত সেনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে । এই তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।