জেনসন মিলের ভিতরে এই মৃতদেহ কার

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : মহেশ কুমার। ছেছরি-ডাক নাম। বোস্টম পাড়া, ওয়ার্ড- 7। রংকল জেনসন মিলের ভেতর মিললো মৃত ব্যক্তির দেহ। এলাকার বাসিন্দাদের দাবি- বেশ কিছুদিন ধরে ফ্যাক্টরির সরঞ্জাম চুরি হচ্ছিলো। প্রশাসনের চরম গাফিলতির এটা তারই পরিণতি।