জিও ফাইবারে ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড

গত কয়েক মাসে জিও প্ল্যাটফর্মে কয়েকশ কোটি ডলার বিনিয়োগ করেছে ফেসবুক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থা। একটি সূত্রে খবর, অদূর ভবিষ্যতে জিও ফাইবারে ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। বিশ্বের ধনীতম ব্যক্তিদের অন্যতম মুকেশ অম্বানীর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি শাখা হল জিও ফাইবার। এটি মূলত ‘ফাইবার টু হোম’ ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে।

২০১৮ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪১ তম বার্ষিক সাধারণ সভায় জিও গিগা ফাইবার গঠনের কথা ঘোষণা করা হয়। পরে ওই সংস্থার নাম দেওয়া হয় জিও ফাইবার। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর থেকে জিও ফাইবার কাজ শুরু করে। তাদের ব্রডব্যান্ড পরিষেবা গ্রাহককে প্রতি সেকেন্ডে এক জিবি দিয়ে থাকে। ভারতের মতো দেশের পক্ষে ইন্টারনেটের এই স্পিড যথেষ্ট বেশি।

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের প্রতিযোগী সংস্থা আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটিও জিও ফাইবারে ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় বলে জানা গিয়েছে। সেজন্য ওই সংস্থার সঙ্গেও এখন কথা চলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। আবু ধাবি ও সৌদি আরবের দু’টি ফান্ড ইতিমধ্যে জিও প্ল্যাটফর্মে ২২০ কোটি ডলার বিনিয়োগ করেছে। জিও প্ল্যাটফর্ম মোট ২০৮০ কোটি ডলারের তহবিল গড়ে তুলতে চায়। আপাতত ১৩ টি বৃহৎ বিনিয়োগকারী সংস্থা তাতে বিনিয়োগ করেছে। এরপর সৌদি আরব ও আবু ধাবির দু’টি ফান্ড যদি জিও প্ল্যাটফর্মে আরও বিনিয়োগ করে, তাহলে উপসাগরীয় দুই দেশের সঙ্গে রিলায়েন্সের সম্পর্ক ঘনিষ্ঠতর হবে।

ইতিমধ্যে সৌদির তেল কোম্পানি আরামকো রিলায়েন্সের পেট্রোকেমিক্যাল ও তৈল শোধনাগারের ব্যবসার অংশীদার হওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে। মার্কেট ক্যাপিটালাইজেশনের বিচারে আরামকো এখন বিশ্বের সর্ববৃহৎ কোম্পানি। সৌদি আরবের সরকার নিয়ন্ত্রিত আরামকো ইতিমধ্যে ভারতে দু’দফা বড় বিনিয়োগের কথা ঘোষণা করেছে। প্রথমত তারা মহারাষ্ট্রে গ্রিনফিল্ড পেট্রলিয়াম রিফাইনারিতে বিনিয়োগ করবে। দ্বিতীয়ত রিলায়েন্সের পেট্রকেমিক্যাল ও তৈলশোধনাগার শিল্পে বিনিয়োগ করবে ১৫০০ কোটি ডলার।

আপাতত জিও প্ল্যাটফর্মে রিলায়েন্সের শেয়ার ৩২.৯৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ফেসবুক কিনেছে জিও প্ল্যাটফর্মের ৯.৯৯ শতাংশ শেয়ার। গুগল কিনেছে ৭.৭৩ শতাংশ। এখনও পর্যন্ত জিও প্ল্যাটফর্মে বিনিয়োগ করা হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৫৬ কোটি টাকা। বিনিয়োগকারীদের মধ্যে আছে সিলভার লেক, ভিস্টা, জেনারেল আটলান্টিক, কেকেআর, মুবাদালা, টিপিজি, আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, ইনটেল ক্যাপিটাল এবং কোয়ালকম।