জমি বিবাদের জেরে সংঘর্ষ সিপিএম ও তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি , বেঙ্গল ওয়াজ : জমি বিবাদের জের, তৃণমূল-সিপিএম সংঘর্ষ উভয়পক্ষের জখম ৬ । হাসপাতালে ভর্তি ৪ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানা রূপমারি গ্রামের ঘটনা। হিঙ্গলগঞ্জ দক্ষিণ তৃণমূলের শিক্ষক সেলের নেতা তপন মন্ডল, এর ১৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল সেই জমি নিয়ে আদালতে পৌঁছিয়েছিল। তারপর আজ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ প্রতিবেশী সিপিএমের কর্মী সুকুমার মন্ডল, অপূর্ব মন্ডল তারা জোর করে জমি দখল করতে আসলে প্রতিবেশী তৃণমূলের নেতা তপন মন্ডল ও তার ছোট ভাই বাবু মণ্ডল ও ছেলে ধিমান মন্ডল প্রতিবাদ করলে তাদের ওপর আচমকাই লোহার রড শাবল বাশ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয়পক্ষের মধ্যে ছয় জন আক্রান্ত।তৃণমূল নেতা সহ চারজন্ বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি। দু’পক্ষই হাসনাবাদ থানা একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ, এই ঘটনার জেরে রূপমারি গ্রামে উত্তেজনা তৈরি হয়েছে এর পিছনে শুধুই কী জমি বিবাদ না অন্য কোনো রাজনৈতিক কারণ আছে। সেটাও খতিয়ে দেখছি হাসনাবাদ থানার পুলিশ।