নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্যের প্রতিবাদে আজ সকাল থেকেই জগদ্দল স্থিরপারা এলাকায় পথ অবরোধ বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।তাদের অভিযোগ গতকাল রাতে এলাকার দুই যুবক ঠাকুর থেকে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতী তাদেরকে মারধর করে এবং এলাকায় ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ। তারই প্রতিবাদে এই বিক্ষোভ অবরোধ। ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ।