ছোট বাচ্চাদের হাত ধরে কাঁচরাপাড়া এরোড্রাম কলোনিতে সাড়ম্বরে সেজে উঠল শিবাই সংঘের কালীপূজা নিজস্ব প্রতিনিধি: কাঁচরাপাড়া নিউ কলোনী এরোড্রাম কলোনিতে সাড়ম্বরে সেজে উঠল শিবাই সংঘের কালীপূজা। আজ বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি ত্রিগুণা রায় সহ স্থানীয় আশ্রমের মহারাজ এর হাত ধরে এই শিবাই সংঘের কালীপুজোর শুভ উদ্বোধন হয়। আজ এই মঞ্চে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সম্মানিত করা হয় ক্লাবের উদ্যোগে। এছাড়া দুস্থ মানুষের হাতে তুলে দেয় শীতবস্ত্র কম্বল তাদের কথা মাথায় রেখে এই ক্লাবের উদ্যোগে দুদিন বাদে করা হচ্ছে আই ক্যাম্