চেয়ারম্যান কমল অধিকারীর ও কাঁচরাপাড়া ব্যবসায়ী সমিতির তৎপরতায় ছোট্ট শিশু ফিরে পেতে চলেছে নতুন জীবন
নিজস্ব প্রতিনিধি: হালিশহর 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৈশাখী ঘোষ ও তার স্বামী সহ ছোট্ট শিশুকে নিয়ে বসবাস করে। ছোট্ট শিশু আক্রান্ত বিরল রোগে চিকিৎসা করাতে নিয়ে যেতে হবে ব্যাঙ্গালোরে। এই কথা শোনার পরই পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না অবশেষে গোটা বিষয়টি জানানো হয় কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কে তড়িঘড়ি 24 ঘন্টার মধ্যেই কাঁচরাপাড়া পৌরসভা পৌর প্রধান কমল অধিকারী ও কাঁচরাপাড়া ব্যবসায়ী সমিতির তৎপরতায় চিকিৎসা সম্পূর্ণ খরচ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। ছোট্ট শিশুটি যেন প্রাণ খুলে বাঁচুক সব সময় যেন হাসিমুখ আগেই পরিবারের বললেন কানু মজুমদার 1 নম্বর ব্যবসায়ী সমিতির সভাপতি।
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK… Facebook:- https://www.facebook.com/jagat.chakra… Page:- https://www.facebook.com/Bengal-TV24X… Website:- www.bengaltv24x7.com Mob:- 8777608251