
উত্তর দিনাজপুর: এক বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল চোপড়া থানার দাসপাড়ায়। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কেসিগছ গ্রামে একটি চা বাগানের ভেতরে শনিবার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ওই বিএসএফ জওয়ানের। ৯৪ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ওই জওয়ানের নাম কেদারনাথ হাঁসদা(৪৫)।
পুলিশ ও বিএসএফের প্রাথমিক অনুমান নিজের স্বয়ংক্রিয় রাইফেলের গুলিতে আত্মঘাতী হয়েছেন ওই বিএসএফ জওয়ান। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ। চোপড়া থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পাঠায়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুরের বাসিন্দা ছিলেন বিএসএফ জওয়ান কেদারনাথ হাঁসদা। ৯৪ নম্বর ব্যাটালিয়নের কেসিগছ সীমান্তচৌকিতে কর্মরত কেদারনাথ শুক্রবার রাতে সীমান্ত প্রহরায় ছিলেন। শনিবার ভোর চারটে নাগাদ কেদারনাথের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর লোকেশন পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পরেই গুলির আওয়াজ পাওয়া যায়। এরপরেই ওই সীমান্ত চৌকির ইনচার্জ দুজন জওয়ানকে কেদারনাথের খোঁজে পাঠান। তাঁরা সীমান্ত লাগোয়া একটি চা বাগানের ভেতরে কেদারনাথের দেহ দেখতে পান।
কেদারনাথের গলার উপরে থুতনির নীচে তিনটে গুলির চিহ্ন মিলেছে। তাঁর দেহের পাশেই ওয়াকিটকি, টর্চ লাইট এবং তাঁর বুকের উপর স্বয়ংক্রিয় রাইফেলটি উদ্ধার করে বিএসএফ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তারা। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকেও। পুলিশ ও বিএসএফ কর্তাদের প্রাথমিক অনুমান নিজের স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন ওই জওয়ান। তবে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে বিএসএফ ও চোপড়া থানার পুলিশ।
![]() অংশীদারকে একটি সুন্দর অভিজ্ঞতা দিন।
বাঙালি পুরুষদের প্রথম পছন্দ। ক্লিক
|
![]() ভারতীয় পুরুষদের দ্বারা অভিজ্ঞ অবিশ্বাস্য ফলাফল…
আজ রাতে চেষ্টা করে দেখুন
|
![]() যৌনতার সর্বাধিক আনন্দ পেতে আজ এটি গ্রহণ করুন
জাগ্রত পুংলিঙ্গ শক্তি কার্যকর
|
![]() অর্ধেক দামে মোবাইল এয়ার কন্ডিশনার।
উত্তাপ থেকে বাঁচান!
|
আত্মসমর্পণ করে ওই জওয়ান। নিহত ইন্সপেক্টর মহেন্দ্র সিং ভাট্টি অমৃতসরের বাসিন্দা। কনস্টেবল অনুজকুমার উত্তরপ্রদেশের শাহরানপুরের বাসিন্দা। একমাসের মধ্যে জেলায় ফের আরেক জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন বিএসএফ কর্তৃপক্ষ।
![]() অংশীদারকে একটি সুন্দর অভিজ্ঞতা দিন।
বাঙালি পুরুষদের প্রথম পছন্দ। ক্লিক
|
![]() ভারতীয় পুরুষদের দ্বারা অভিজ্ঞ অবিশ্বাস্য ফলাফল…
আজ রাতে চেষ্টা করে দেখুন
|
![]() যৌনতার সর্বাধিক আনন্দ পেতে আজ এটি গ্রহণ করুন
জাগ্রত পুংলিঙ্গ শক্তি কার্যকর
|
![]() অর্ধেক দামে মোবাইল এয়ার কন্ডিশনার।
উত্তাপ থেকে বাঁচান!
|