চলে গেলেন কাঁচরাপাড়ার প্রখ্যাত আইনজীবী প্রদীপ বোস

 নিজস্ব সংবাদদাতা ,বেঙ্গল ওয়াজ: উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার  একজন  জনপ্রিয়  আইনজীবী   প্রদীপ বোস আজ প্রয়াত হলেন।  তিনি  কাঁচরাপাড়া  সংলগ্ন এরিয়ায়  ব্যবসায়ী মহলে খুবই পরিচিত ছিলেন। কারণ ইনকাম ট্যাক্স সম্বন্ধীয় বিষয়  তিনি খুব দক্ষ ছিলেন।

 তিনি ব্লাড সুগার জনিত সমস্যায় বেশ কিছুদিন ধরে ভুগছিলেন । পরবর্তী  সময়ে উচ্চমাত্রায় জ্বর আসে এবং সেই কারণে পার্শ্ববর্তী  কল্যাণী শহরের  কার্নিভাল  হাসপাতালে গুরুতর অবস্থায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।  মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক ফেইলিওর দেখানো হয়েছে।

 কর্মজীবনে আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করলেও সাংস্কৃতিক জগতের  সঙ্গেও তিনি জড়িত ছিলেন।   তিনি কবিতা লিখতে ভালোবাসতেন বলে জানা যায়। ওনার মৃত্যুতে শোকের ছায়া নেমে ওনার শুভাকাঙ্খিদের মধ্যে।