গ্রীস্মের দাবদাহে পথচলতি মানুষের তৃষ্ণা মেটাতে ফুলিয়ায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে চলছে জলছত্র মলয় দে নদীয়া:- প্রবল দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। তাপমাত্রা অকল্পনীয়ভাবে চড়তে শুরু করেছে রাজ্য থেকে জেলা 40° ডিগ্রির আশপাশে। দুই দিনের ঝড়-বৃষ্টিতে জুড়োয়নি মানুষের প্রাণ। প্রবল গরমে জলের কষ্টে ভুগছেন পথচলতি মানুষ । আর এই তৃষ্ণা মেটাতে পথে নামলেন যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা।এদিন শান্তিপুর ফুলিয়ার রেল গেট সংলগ্ন হনুমান তলায় তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের দেখা গেল হাতে করে গ্লুকোজ মিশানো জল গ্লাসে করে পথ চলতি মানুষদের হাতে তুলে দিতে। স্বভাবতই যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ওই সকল তৃষ্ণাত্ব মানুষগুলি।
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK…
Facebook:- https://www.facebook.com/jagat.chakra…
Page:- https://www.facebook.com/Bengal-TV24X…
Website:- www.bengaltv24x7.com
Mob:- 8777608251