
নিজস্ব প্রতিনিধি বেঙ্গল ওয়াজ : 7 অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব দার্জিলিংয়ের জেলাশাসক সহ অনেকেরই যোগ দেওয়ার কথা আছে । এই সংক্রান্ত যে চিঠি করা হয়েছে তার শিরোনাম নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন । লেটার হেডে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক গোর্খাল্যান্ড ইসু নিয়ে বৈঠকের কথা উল্লেখ করেছেন । সেই বৈঠকে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী জি কিসান রেড্ডি । বৈঠক শুরু হবে 7 তারিখ সকাল 11 টার সময় ।