গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রামিতের চেয়ে সুস্থ হয়েছেন বেশি জন, টেস্টও ছাড়াল ৪৩ হাজার

পরপর দু’দিন আবারও রাজ্যের দৈনিক সংক্রমণ ছাড়াল ৩০০০। আজ, রবিবার সন্ধেয় স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৩০১৯ জন। তবে বুলেটিন বলছে, আক্রান্তের চেয়েও বেশি সংখ্যক মানুষ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন রাজ্যে, সংখ্যাটা ৩৩০৮। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গেছেন ৫০ জন।

এর ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৫৯ হাজার ৭৮৫। মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩০ হাজার ৯৫২ জন। করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৩১৭৬ জন। এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাকটিভ ২৫ হাজার ৬৫৭। রাজ্যের ডিসচার্জ রেট বেড়ে দাঁড়িয়েছে ৮১.৯৬ শতাংশ।

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট হয়েছে ৪৩ হাজার ৪৩৬। এই নিয়ে টেস্টের সংখ্যা দাঁড়াল ১৮ লক্ষ ৪৫ হাজার ৩৯৬। ৭০টি ল্যাবে হচ্ছে টেস্ট, ৮৭টি হাসপাতালে হচ্ছে চিকিৎসা।

জেলাওয়াড়ি সংক্রমণের নিরিখে এদিনও কলকাতাকে ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগনা। ৫৯৪ জন সংক্রামিত সে জেলায়। তার পরেই আছে কলকাতা, ৪২৮ জন আক্রান্ত সেখানে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯ জন। উত্তর ২৪ পরগনা ও কলকাতার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া। ২০২, ১৯৪, ১৬৭ জন আক্রান্ত সেখানে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ারে সংক্রমণ সবচেয়ে বেশি, ১০৮ জন।