খুঁটি পুজো হল জগদ্ধাত্রী পুজোর

খুঁটি পুজো                                                                                                                 নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : উত্তর 24 পরগনার হাবড়া থানার অন্তর্গত শ্রীপুর মিলনি ক্লাবের জগদ্ধাত্রী পুজোর 12 তম বর্ষের খুঁটি পূজার অনুষ্ঠান হলো আজ l এবছর কভিড নাইনটিন এর সচেতনতার কথা মাথায় রেখে তাদের এবছরের থিম বাসের বাহার l এই খুঁটিপুজোয় উপস্থিত হয়েছেন ক্লাবের প্রতিটি সদস্য এবং স্থানীয় মানুষেরা l ক্লাবের পক্ষ থেকে এলাকার প্রতিটি মানুষকে পূজো মণ্ডপে প্রতিমা দর্শন করতে আসার জন্য আহবান জানান ক্লাবের অন্যতম সদস্য রাজু ঘোষ l