
অজানা কোনও বন্যজন্তুর আক্রমণে চরম আতঙ্ক ছড়াল কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ অঞ্চলের খড়খড়িয়া এলাকায়। জানা গেছে, চার জন গ্রামবাসী আহত হয়েছেন বন্য জন্তুর আক্রমণে। স্থানীয় সূত্রের খবর, শনিবার বানিয়াবাড়ি ও বড়বাড়ি গ্রামের একটি চা-বাগানে চার জন গ্রামবাসী-সহ বেশ কয়েকটি গবাদি পশুকেও আক্রমণ করে প্রাণীটি। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ বলছেন, প্রাণীটি নাকি বাঘের মতো দেখতে, কেউ আবার বলছেন শেয়ালের মতো। আবার কেউ বলছেন, ওরকম জন্তু কখনও দেখেননি কেউ। আতঙ্কে গ্রামবাসীরা চা-বাগানমুখো হচ্ছেন না, গবাদি পশুও মাঠে নিয়ে যাচ্ছেন না।
এই সমস্যার কারণে চা-পাতা তুলতে না পারায় সমস্যায় পড়েছেন দিনমজুর, শ্রমিক ও চাষিরা। স্থানীয়রা জানিয়েছেন, শতাধিক বিঘা জমির ওপর বিস্তৃত চা-বাগানের মাঝে হঠাৎ করে উদয় হয়ে আক্রমণ করছে বন্যজন্তুটি। আচমকা কামড়ে দিয়ে পালিয়ে যাওয়ায় পশুটিকে চিনতেই পারছেন না তাঁরা।
পুলিশ জানিয়েছে, আহতরা সবাই মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়েছেন। প্রেমদা বর্মণ নামের এক মহিলার দুই পায়ে কামড়ে দেয় প্রাণীটি। তিনিও মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে গিয়ে চিকিৎসা করে বাড়ি ফিরেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, জন্তুটিকে খাঁচা পেতে ধরার ব্যবস্থা করুক বন দফতর। না হলে তাঁরা চা-বাগানে কাজ করতে যেতে সাহস পাবেন না।