কেমন কাটবে আপনার কালকের দিন, দেখে নিন রাশিফল ৬SEPTEMBER 2020

এরিস (Aries):

শুভ সংখ্যা- ৬৯, শুভ সময়- বেলা ১২টা ৩০মিনিট থেকে ১টা ৫০মিনিট, শুভ রঙ- আকাশি

  • আত্মবিশ্বাস এবং মনোবল নিয়ে কাজ করুন
  • টাকাপয়সা খরচ নিয়ে চিন্তা বাড়বে
  • সংসারে শান্তি বজায় থাকবে

টরাস (Taurus):

শুভ সংখ্যা- ২৯, শুভ সময়- বেলা ১টা থেকে ২টো, শুভ রঙ- গোলাপি

  • সেবামূলক কাজে আনন্দ বাড়বে
  • ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনযোগ বাড়বে
  • পারিবারিক জীবনে দায়িত্ব বাড়বে

জেমিনি (Gemini):

শুভ সংখ্যা- ৮৫, শুভ সময়- সকাল ১০টা থেকে ১১টা ৪০মিনিট, শুভ রঙ- সাদা

  • নতুন সম্পত্তি কেনার ব্যাপারে আলোচনা হবে
  • মা-বাবার সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে
  • কোনও কারণে মনের কথা প্রকাশ করবেন না

ক্যানসার (Cancer):

শুভ সংখ্যা- ৭৬, শুভ সময়- দুপুর ২টো থেকে ৩টে ৪০মিনিট, শুভ রঙ- বাদামি

  • শেয়ার মার্কেটে আজ বিশেষ লাভ হবে না
  • আজ খরচ হবে বেশি
  • নতুন করে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন

লিও (Leo):

শুভ সময়- ৪৮, শুভ সময়- দুপুর ২টো থেকে ৩টে, শুভ রঙ- নীল

  • অকারণ ঝুঁকি এড়িয়ে চলুন
  • পরিবারে আনন্দের খবর আসবে
  • কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে

ভার্গো (Virgo):

শুভ সংখ্যা- ৩৮, শুভ সময়- বিকেল ৪টে ৫টা ৩০মিনিট, শুভ রঙ- সবুজ

  • সমস্যায় পড়লে কাছের মানুষের সাহায্য পাবেন
  • দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে
  • দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন

লিব্রা (Libra):

শুভ সংখ্যা- ২৩, শুভ সময়- বেলা ১টা থেকে ২টো ৩০মিনিট, শুভ রং-লাল

  • রাস্তাঘাটে চলাফেরার সময় সতর্ক থাকুন
  • নতুন করে কারও সঙ্গে বন্ধুত্ব হবে
  • ছাত্রছাত্রীদের জন্য আজকের দিন খুব শুভ

স্করপিও (Scorpio):

শুভ সংখ্যা- ৯৮, শুভ সময়- বেলা ৩টে থেকে ৪টে, শুভ রঙ- হাল্কা লাল

  • আপনার কথায় কেউ মনে আঘাত পেতে পারে
  • পায়ের সমস্যায় কষ্ট পাবেন
  • বিপরীত লিঙ্গের দ্বারা উপকৃত হবেন

স্যাজিটেরিয়াস (Sagittarius):

শুভ সংখ্যা- ৬৯, শুভ সময়- সকাল ১০টা থেকে ১১টা ২০মিনিট, শুভ রঙ- হলুদ

  • বুদ্ধি ও কৌশলের সাহায্যে কর্মক্ষেত্রে কাজ করুন
  • ভালবাসার মানুষের সঙ্গে অনেকদিন পর দেখা হবে
  • শরীর নিয়ে সাবধানে থাকুন, যত্ন নিন

ক্যাপ্রিকর্ন (Capricorn):

শুভ সংখ্যা- ৪৮, শুভ সময়- বেলা ১১টা থেকে ১২টা ৪০মিনিট, শুভ রঙ- নীল

  • আপনার জেদের কারণে সমস্যা হতে পারে
  • আর্থিক ব্যাপারে চিন্তা বাড়বে
  • বিদ্যার্থীদের পড়াশোনায় মন বসবে না

অ্যাকোয়ারিস (Aquarius):

শুভ সংখ্যা- ৪৮, শুভ সময়- বেলা ১টা ৩০মিনিট থেকে ২টো ৫০মিনিট, শুভ রঙ- সবুজ

  • বিকল্প রাস্তায় উপার্জনের ক্ষেত্রে বাধা আসবে
  • বিপরীত লিঙ্গের দ্বারা সমস্যায় পড়তে পারেন
  • হঠাৎ করেই অতিরিক্ত খরচ হবে

পাইসেস (Pisces):

শুভ সংখ্যা- ১৭, শুভ সময়- সকাল ১০টা থেকে ১১টা, শুভ রঙ- গোলাপি

  • পুজোপাঠে মনে শান্তি বাড়বে
  • আচমকা পরিবারের কেই অসুস্থ হতে পারে
  • বন্ধুদের সঙ্গে মনোমালিন্য হতে পারে