*কাঁথিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন*
নিজস্ব সংবাদদাতা ,বেঙ্গল ওয়াজ, কাঁথিঃ বুধবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে হঠাৎ একটি তুলো গোডাউনে আগুন লেগে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। সকাল থেকেই ওই তুলো গোডাউনে কর্মীরা কাজ করছিলেন। এরপর দুপুর নাগাদ গোডাউন থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা। মুহুর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন এর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগানো হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। দমকলের ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। কি কারনে আগুন তা এখনো স্পষ্ট নয় ।