
নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ :কাঁচরাপাড়া পৌরসভা র কো-অর্ডিনেটর ও বরিষ্ঠ তৃণমূল নেতা মাখন সিনহা ব্যক্তিগত উদ্যোগে আজ প্রায় 200 জনের হাতে নতুন বস্ত্র তুলে দেন শারদীয়া উপলক্ষে । এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভা পৌরসভার পৌর প্রশাসক সুদামা রায়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কাঁচরাপাড়া র 16 নম্বর ওয়ার্ডের যুবক সংঘ অধিবাসীবৃন্দ ক্লাব প্রাঙ্গণে । এখানে প্রতি বছরই পুজোর আয়োজন করা হয় এবং দুস্থদের বিভিন্নভাবে সাহায্য করা হয় । পুজোর আয়োজন করেন মূলত স্থানীয় অধিবাসীরাই ।
বিশিষ্ঠ তৃনমূল নেতা ও সমাজসেবী মাখন সিনহা জানান যে তিনি সারা বছরই সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন। এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বারবারই বলেন যে এই ভয়াবহ সময়ে আমাদের সকলকে দুস্থদের পাশে আরও বেশী করে দাঁড়ানো উচিত বলে মনে করেন ।
এই প্রসঙ্গে তিনি বার বার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ নিয়ে আসেন । তিনি আরো বলেন যে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অনুগত সৈনিক । তিনি জানান মাননীয় মুখ্যমন্ত্রীর মত তিনিও এই করোনাকালে দুস্থ মানুষের পাশে থাকতে চান এবং এই ব্যাপারে তিনি নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে চান। এর পাশাপাশি সর্বদাই মানুষের জন্য কাজ করে যেতে চান।