কাঁচরাপাড়ায় গান্ধী মোড় সংলগ্ন সোনার দোকানের বহুতলে আগুন

                    কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে সোনার দোকানে বহুতলে আগুন                                           নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : আজ কালী পুজোর দিনে কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে বি দাস এন্ড সন সোনার দোকানের উপর পুড়ে ভস্মীভূত হয়ে গেল দুটি ঘর। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ ইলেকট্রিক সাপ্লাই টিম দমকলের দুটি ইঞ্জিন। অবশেষে দমকলের দুটি ইঞ্জিন এর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় কিভাবে আগুন লাগলো ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লাগে।