কাঁকিনাড়া নফরচাঁদ জুটমিলে ভয়াবহ আগুন

নিজস্ব সংবাদদাতা, বেঙ্গল ওয়াজ : কাকিনাড়া নফর চাঁদ জুটমিলে ভয়াবহ আগুন আগুন লাগে তাত ঘরে। মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি দমকল সূত্রে প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে তার ঘরে শুকনো পাট আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। শ্রমিকরা হাত লাগায় যে সমস্ত পার্টগুলো এখনো আগুন লাগেনি সেগুলো সবার কাজে।